Wednesday 26 June 2019

গুজবে কান দেবেন না।


গুজবে কান দেবেন না।
এই যেমন হাওয়ায় খবর, দিনাজপুরে জেলা পরিষদের পর এবার বিজেপি কলকাতা পুরসভা দখলের দিকে এগোচ্ছে। একশো চুয়াল্লিশ জন কাউন্সিলারের ভেতর ৮০ জন নাকি পা তুলেই রয়েছে। মেয়র হবেন শোভন চ্যাটারজি।
হাওয়া বলছে, দিদি নাকি শোভনের মান ভাঙ্গাবার জন্যে অনেক কাঠখড় পুড়িয়েছিলেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজে নি। শোভন আর দলে ফিরবে না। এদিকে কাউন্সিলারদের পোয়াবারো। কলকাতা পুরসভার মেয়াদ আর এক বছরও নেই। আগামী ভোটে তো জেতা মুশকিল। এখন যা হয় আর কি!
বিজেপিরও ভালো, বিধানসভা ভোটের আগেই দিদিকে বেশ একটা ঝটকা দেওয়া যাবে। তারপর এই “কাট-মানি” গুলোকে ঝেড়ে ফেলে দিলেই হল। তৃণমূল থেকে লোক নেওয়া নিয়ে দলে খুব রাগারাগি চলছে।
কিন্তু যা বলেছিঃ এসব গুজব, তাই কান দেবেন না।
গুজব তো আর একটা নয়। কাঁড়ি কাঁড়ি। কারা যেন বলে বেড়াচ্ছে দিদির প্রিয় বাংলা ছবির (যেগুলো আমি কক্ষনো দেখি না) নায়ক-নায়িকারাও তলায় তলায় গদ্দারদের দলে নাম লিখিয়েছে। অন্তত তিনজন তো বটেই। কি আর করে বেচারারা, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, চাপে পড়ে ভোটে দাঁড়াতে হয়েছে। নইলে…।
তা এদ্দিন তো ভালই চলছিল। কিন্তু এবার ঘোর মুশকিল। রাজায় রাজায় যুদ্ধ হয়ঃ উলুখাগড়ার প্রান যায়। বিজেপি তো টালিগঞ্জেও ঢুকে পড়েছে। কদিন বাদেই ক্ষমতায় এলে, যদি দানাপানি বন্ধ করে দেয়? এনাদের নাকি এখন “ছেড়ে দে মা কেঁদে বাঁচি” অবস্থা।
শুধু কি এইসব। লোকের খেয়েদেয়ে কাজ নেই সাংবাদিক, আমলা, ‘বুদ্ধিজীবী’দের নামেও রটিয়ে বেড়াচ্ছে। সবাই নাকি দুবেলা মুরলীধর সেন লেনে মাথা ঠুকছেন। এক বুদ্ধিজীবী নেতা চিন্তায় আছেন। দু-দুবার জার্সি বদলের পর এবার বোধহয় আর জায়গা পাওয়া যাবে না!  কি যে হবে?
আমি কিন্তু এসব গুজবে বিশ্বাস করি না। দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, দিদি আবার বিপুল ভোটে জিতে নবান্নে ঢুকছেন। চারপাশ আলো করে ছারপোকার মত গুনীজন।

***



1 comment:

  1. CasinoRoll - New Casino Roll
    ‎CasinoRoll · ‎CasinoRoll · ‎Join Now 호반 그래프 · ‎Join 해외 토토 배당 Now · ‎Play 룰렛 돌리기 Now · ‎News · 스피드 바카라 ‎Terms of Use 아프리카 영정 1

    ReplyDelete